Please wait...

  • +8802 2222 77038, +8802 2222 77138
  • lab.management@icddrb.org

Appointment Policy

বাংলাদেশ সরকারের কোভিড -১৯ পরীক্ষার প্রচেষ্টায় সহযোগিতার পাশাপাশি, আইসিডিডিআর,বি সীমিত পরিসরে টেস্ট ফি প্রদান বাবদ কোভিড-১৯ পরীক্ষার সুযোগ দিতে পারছে। বিশ্বব্যাপী কোভিড টেস্ট চাহিদার তুলনায় অপ্রতুল। তাই , এটি নিশ্চিত করা প্রয়োজন যেন কেবলমাত্র জরুরী প্রয়োজন রয়েছে এমন রোগীরাই পরীক্ষার সুযোগ পায়। এমতাবস্থায় কেউ যদি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময় উপস্থিত না থাকে তাহলে যাদের সত্যিকারের প্রয়োজন তারা কোভিড-১৯ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। অতএব কোভিড-১৯ পরীক্ষার সীমিত সুযোগের সর্বোচ্চ সংস্থান করার উদ্দেশ্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট এর পুনঃনির্ধারণ অথবা টেস্ট ফি ফেরতের কোনও সুযোগ থাকবে না।

বিষয়টি অনুধাবন করার জন্য এবং কোভিড-১৯ পরীক্ষা সবার কাছে পৌঁছানোর আইসিডিডিআর,বি-র এই প্রচেষ্টায় সহায়তার জন্য আইসিডিডিআর,বি আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ।

Globally, there is scarcity of adequate covid-19 testing facilities. In addition to supporting the Govt. of Bangladesh in its covid-19 testing endeavours, icddr,b could only offer covid-19 testing opportunity to the paying public on a limited scale. As such, it is imperative that only those with immediate and urgent need for covid-19 testing avail such opportunity on the date of confirmed appointment. With a view to preventing missed appointments which could have been availed by others with real need, there shall be no scope for refunds or rescheduling, once appointment is confirmed.

icddr,b thanks you for your understanding and being supportive of icddr,b’s initiatives of making covid-19 testing facilities more accessible to the community as whole.